লংমার্চ করে ইজতেমা ময়দান দখল করা হবে : জোবায়েরপন্থি মুফতি আমানুল
যুগের চিন্তা ২৪ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
ছবি : সংগৃহীত
মুফতি আমানুল হক বলেছেন, আজকের মধ্যে সাদপন্থিরা মাঠ না ছাড়লে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লংমার্চ করে টঙ্গীর ইজতেমা ময়দান দখল করা হবে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে শুরায়ী নেজাম (জোবায়ের) পন্থিদের জরুরি সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবলিগ জামাত বাংলাদেশের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমানুল হক বলেন, হত্যাযজ্ঞের বিরুদ্ধে মামলা করা হবে। সরকারের কাছে তাদের সর্বোচ্চ পর্যায়ের বিচারের দাবি জানাবো। অন্তর্বর্তী সরকারকে নিয়ে চক্রান্ত করছে সাদপন্থিরা। কেয়ামত পর্যন্ত সাদপন্থিদের আর কাকরাইল মসজিদে আসতে দেয়া হবে না। এখন বাংলাদেশে একটাই ইজতেমা হবে।
এদিকে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের সবাইকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্মীয় স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। বুধবার তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কামারপাড়া আবদুল্লাহপুর, উত্তরা, তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দেন সাদপন্থিরা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাদপন্থিদের পক্ষে রেজা আরিফ এ তথ্য জানান।