Logo
Logo
×

জাতীয়

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে তার গুমের ঘটনার অভিযোগ জমা দেন।

এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, ৫ বছর ৪ মাস সময় ধরে তিনি গুমের শিকার ছিলেন। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের দিনে ইউপিডিএফের হয়ে তারা অবরোধ করেছিলেন। এই ঘটনায় তখন শেখ হাসিনা তাদের দেখে নেওয়ার হুশিয়ারী দিয়েছিলেন। শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিলো। এ কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ আগস্ট পর্যন্ত গুম ছিলেন তিনি।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নিবেন তারা। মাইকেল চাকমা অভিযোগ লিখিত অভিযোগ দেয়ার পর তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন