যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এলেন আরও ৮৫ জন বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এলেন আরও ৮৫ জন বাংলাদেশি
লেবাননের যুদ্ধকবলিত পরিস্থিতি থেকে আরও ৮৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়।
দেশে ফিরে আসা নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।
সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৬টি ফ্লাইটে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।