Logo
Logo
×

জাতীয়

মিয়ানমার ইস্যু নিয়ে থাইল্যান্ডে বৈঠক, অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

মিয়ানমার ইস্যু নিয়ে থাইল্যান্ডে বৈঠক, অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমার ইস্যু নিয়ে থাইল্যান্ডে বৈঠক, অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ১৮ ডিসেম্বর ব্যাংকক যাচ্ছেন। তিনি সেখানে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠকে অংশ নেবেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর এ জরুরি বৈঠকের আয়োজন করছে থাইল্যান্ড সরকার। এতে মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় বিষয়ে আলোচনা হবে।

ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। 

ওই বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন।

বৈঠকে মূলত মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। মিয়ানমারে চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানবপাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। এসব বিষয় আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন