আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি স্পষ্ট। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, তার চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কী হতে পারে—এমন প্রশ্নও তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের তিনি খোলাসা করেন।
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছিলেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে। এর প্রেক্ষিতে প্রেস সচিব এ কথা বললেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাসের বেশি সময় দেশে লুকিয়ে ছিলেন। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান।
এ নিয়ে শফিকুল আলম বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন কি না তার সঠিক তথ্য হাতে নাই।
শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে, তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে। সংশোধনী বাজেট নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধে কাজ করছে সরকার।
শফিকুল আলম আরও বলেন, নবম ও দশম শ্রেণিতে টেক্সট রেশনালাইজেশন করা হবে। ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ রাখা হবে। যাতে আরও যুগোপযোগী হয়। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে যুগোপযোগী করা হবে। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ নিয়ে কাজের পরিকল্পনা আছে সরকারের।
স্কুল ও কলেজপর্যায়ে তথ্যপ্রযুক্তি খুব হালনাগাদ করা হয়নি। এগুলো আরও হালনাগাদ করতে কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রেস সচিব আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ঘুষ বাণিজ্যসহ দুর্নীতির বিষয় অনেকাংশে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি মুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা কমিশন করা না হলেও অল্প সময়ে শিক্ষা খাতে যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনা সম্ভব, তেমন কাজ করছে সরকার। শিক্ষাখাতে পরিবর্তন আনতে সরকার সচেষ্ট ও ইতিবাচক। যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।
ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, ডি-৮ সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা।