Logo
Logo
×

জাতীয়

বঙ্গভবন থেকে মির্জা আব্বাসের মোবাইল চুরি, মতিঝিল থানায় জিডি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

বঙ্গভবন থেকে মির্জা আব্বাসের মোবাইল চুরি, মতিঝিল থানায় জিডি

বঙ্গভবন থেকে মির্জা আব্বাসের মোবাইল চুরি, মতিঝিল থানায় জিডি

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ অনুষ্ঠানে থাকাকালীন খাবার সময় তার ব্যক্তিগতও ব্যবহৃত মোবাইলটি চুরি গেছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বঙ্গভবনের ভিআইপি ইনক্লোজারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মোবাইল চুরির বিষয়ে মির্জা আব্বাস জানান, তিনি মোবাইলটি (স্যামসাং এস-২৪ আল্ট্রা) পাশে রেখে খাবার খাচ্ছিলেন। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখেন মোবাইলটি নেই। এরপর বিষয়টি সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে জানান মির্জা আব্বাস।

এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এ সিনিয়র নেতা। পাশাপাশি বঙ্গভবনের মত একটি স্থানে এমন অপ্রীতিকর ঘটনা কীভাবে ঘটে তার ব্যাখ্যা চেয়েছেন মির্জা আব্বাস।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন