Logo
Logo
×

জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। মেঘালয় থেকে ১২ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কেঁপেছে ভারতও। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের আঘাত এতটাই মৃদু ছিল যে, এর ফলে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, যার ফলে কিছু সময়ের জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

আবহাওয়াবিদ আরো জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মেঘালয় অঞ্চলে হলেও এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে। তবে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা সকলকে ভূমিকম্পের সময়ে সঠিক নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে পরামর্শ দিয়েছে

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন