Logo
Logo
×

জাতীয়

সর্বনিম্ন ভাতা ৫০ হাজার না হলে কর্মবিরতি : পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম

সর্বনিম্ন ভাতা ৫০ হাজার না হলে কর্মবিরতি : পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক

ছবি : সংগৃহীত

সর্বনিম্ন ৫০ হাজার টাকা ভাতার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় যথাযথ মূল্যায়নের দাবিতে ঢাকা মেডিক্যাল থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সংগঠন।

তারা জানান, বিগত দুই বছর ধরে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তাদের ভাতা বাড়ানোর দাবি করে আসলেও মেলেনি সুরাহা। তাদের দাবি সর্বনিম্ন ৫০ হাজার টাকা ভাতার দাবি থাকলেও দেয়া হচ্ছে ২৫ হাজার টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি মিললেও অজ্ঞাত কারণে ফাইল আটক রাখা হয়েছে।

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ডাক্তারদের শ্রম আইন ৪৮ ঘণ্টা থাকলেও সংকটপূর্ণ সময়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সপ্তাহিক ৭০ ঘণ্টা করে সেবা দিয়ে যাচ্ছেন। তবুও পাচ্ছেন না যথাযথ মূল্যায়ন। এরই প্রেক্ষিতে রবিবার সব হাসপাতালে স্মারকলিপি দেয়া হবে। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব ডাক্তারদের ঢাকায় আসার আহ্বান এবং কঠোর অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন