বুদ্ধিজীবী দিবস নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
অনিবার্য কারণে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে মুখপাত্র উমামা ফাতেমার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই ফেসবুক পোস্টে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত “বুদ্ধিজীবী হত্যা: ’৭১-’২৪” আলোচনা অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে।’
এ সভাটি দুপুর ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন, শুক্রবারে জানানো হয়েছিল যে, আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল প্রবন্ধ উপস্থাপন করবেন, এবং আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সারোয়ার তুষার ও তুহিন খান।