Logo
Logo
×

জাতীয়

প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, তাদের সঙ্গে নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি, আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবনের মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিকরা তাদের দুঃখ-বেদনা এবং প্রতিবন্ধী সুরক্ষা আইনের সংশোধনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আপনাদের মনে রাখতে হবে এ বাস্তবতায় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে ছিলাম, ইনশাল্লাহ পাশে আমরা থাকব। কারণ আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারব না। আর এগোতেও চাই না। সবাই মিলে একসঙ্গে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার ও ইনক্লুসিভ। সেটি সবার জন্য বসবাসযোগ্য এবং উপভোগ্য যেন হয়।

‘আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক এবং উদার তান্ত্রিক সমাজ নির্মাণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন