Logo
Logo
×

জাতীয়

শীতের দাপটে জবুথবু সারা দেশ, কাঁপছে রাজধানীও

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম

শীতের দাপটে জবুথবু সারা দেশ, কাঁপছে রাজধানীও

ফাইল ছবি

ডিসেম্বরের শুরু থেকেই দেশের উত্তরে শীত জেঁকে বসেছে। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। এখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও উত্তরাঞ্চলসহ সারা দেশে ৮ দশমিক ৪ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। পঞ্চগড়ে আজকের তাপমাত্রা হচ্ছে ৮ দশমিক ৪ ডিগ্রি।

বৃহস্পতিবার সন্ধ্যা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশা থাকবে আরও অন্তত এক সপ্তাহ।

উত্তরাঞ্চলসহ সারা দেশেই দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকাল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস।

আবহাওয়াবিদ অফিস আরও বলছে, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে, থাকবে অন্তত এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে।

রংপুর জেলার আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ।

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট।

স্থানীয়রা বলছেন, ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গরমের সময় ঘরের বাইরেই কোনোরকমে দিন কাটিয়েছেন তারা। তবে এখন তীব্র শীতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। ঘরের বাইরে থাকলে নানা রকম রোগ হচ্ছে। ঠান্ডা, জ্বর আর কাশি হচ্ছে সবারই।

পঞ্চগড়ে আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। 

এদিকে কুড়িগ্রাম সবশেষ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন