ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সাথে, কোনো দলের সাথে নয়: পরিবেশ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সাথে, কোনো দলের সাথে নয়: পরিবেশ উপদেষ্টা
ভারত ও বাংলাদেশ উভয়েই সম্পর্ক স্বাভাবিক চায়। কোনো দলের সাথে নয়, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সাথে। এমন কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা রিজওয়ানা এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক দেশ। এর বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই।
তিনি আরও বলেন, আমরা চাই কোনো দলের সাথে নয়, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে। সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে।