Logo
Logo
×

জাতীয়

সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে।

এদিকে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। পূর্বে বিসিএস পরীক্ষা মোট ১১০০ নম্বরের হলেও তা এখন ১০০০ নম্বরের হবে।

প্রজ্ঞাপনটি ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন