Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪৪ জন। এ নিয়ে ডিসেম্বরের ১১ দিনে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ বছর মোট মৃত্যু হয়েছে ৫৩৬ জনের। প্রতি সপ্তাহে গড়ে ১৪ জনের মৃত্যু হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মারা যাওয়াদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, দুইন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন দক্ষিণ সিটি করপোরেশনে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী একজন পুরুষ।

এ বছর মোট মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬০৩ জন। ডিসেম্বরেরর ১১ দিনে ভর্তি হয়েছে ৬ হাজার ১৩৪ জন। একদিনে ভর্তি হওয়াদের মধ্যে বরিাশালে ২৩, চট্টগ্রামে ৭৩ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৪ জন ও দক্ষিণে ৭৮ জন, খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ২৭, রংপুরে ৩ জন, সিলেটে ২ জন ভর্তি হয়েছে।

এ বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৪ জন। বাকিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন, বরিশালে ৫৭, চট্টগ্রামে ৫১, ঢাকায় ৪৯, খুলনায় ৩০, ময়মনসিংহে ১৪, রাজশাহীতে ৮, রংপুরে ২ জন মারা গেছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন