বিএনপির নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
বিএনপির নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম, খুন ও নির্যাতনের পর এখনও বিএনপির নেতাকর্মীর সংখ্যাই বেশি। তারা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির এই নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ।
তিনি বলেন, দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল তারা (আওয়ামী লীগ)। বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আপনাদের কথা সঠিক। কিন্তু এই আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের (বিএনপি নেতাকর্মীদের)। এটি ধরে রাখতে হলে আমাদের কথাবার্তা, আচার-আচরণে তা থাকতে হবে। যেন তা আরেকজনকে আকৃষ্ট করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, অনেকেই বলেন, লন্ডন আমেরিকার মতো যদি আমাদের দেশ হতো। আমি তাদের বলি, জনগণের কাছে জবাব দিতে হবে। জবাবদিহিতা তৈরি করলে আর লন্ডন-আমেরিকার উদাহরণ দিতে হবে না। জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে।
তিনি বলেন, ৩১ দফা হচ্ছে বাংলাদেশ ও মানুষের জন্য আমরা কী করতে চাই তার তালিকা। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অনেক সমস্যার কথা বলেছেন। আরও দুই বছর আগে আমরা এগুলো বলেছিলাম। যখন আমরা জানতাম না স্বৈরাচার কখন বিদায় নেবে। যখন অনেকে বিশ্বাস করতো না স্বৈরাচার বিদায় হবে, তখন আমরা এটি দিয়েছিলাম। এটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা।