Logo
Logo
×

জাতীয়

চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। কিন্তু আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও জনবান্ধব। আমরা শিগগিরই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাইছি। স্বৈরাচারকে বিদায় করার পেছনে দেশের সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা রয়েছে। এটি ভোলা যাবে না। এখন জনগনের আস্থা ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বাধীন নির্বাচন চায়। সেই নির্বাচনের ফল যাই হোক তা বিএনপি মেনে নেবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন করতে হবে। তাহলেই রোগীরা বিদেশে যাবে না। এ সময় রোগীদের আস্থা অর্জনে ডাক্তারদের আহ্বানও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন