Logo
Logo
×

জাতীয়

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর বানোয়াট : প্রেস উইং

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর বানোয়াট : প্রেস উইং

ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। আর এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। ইন্ডিয়া টুডের এ খবর ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

প্রেস উইংয়ের ভেরিফায়েড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ‘এটা ভুয়া এবং বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশ দেশের কোনো অংশে নিয়মিত কার্যক্রম ছাড়া কোনো ড্রোন মোতায়েন করেনি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অভিযানের অংশ।’     

এর আগে শুক্রবার সূত্রের বরাত দিয়ে এ ভুয়া তথ্য প্রচার করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি দাবি জানায়, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের মানবহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। যা যাচাই করে দেখছে দিল্লি।

ইন্ডিয়া টুডে আরও জানায়, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী। 

তাদের দাবি, তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এ বছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে সংবাদমাধ্যমটি দাবি করেছে, হাতে পাওয়া ১২টি ড্রোনের মধ্যে ৬টির ব্যবহার শুরু করেছে ঢাকা। 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন