Logo
Logo
×

জাতীয়

ভূমি উপদেষ্টার ছেলের বিরুদ্ধে স্ত্রীর করা মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

ভূমি উপদেষ্টার ছেলের বিরুদ্ধে স্ত্রীর করা মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

ছবি: সংগৃহীত

শ্লীলতাহানিসহ হত্যাচেষ্টার অভিযোগে অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে করা মামলায় আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২ ডিসেম্বর মুয়াজ আরিফের সাবেক স্ত্রী মোসা. নীলা ইসরাফিল বাদি হয়ে ঢাকার রমনা থানায় নারী নির্যাতনের অভিযোগে এ মামলা দায়ের করেন।

বুধবার (৪ ডিসেম্বর) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তা গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে রমনা মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, গত ২৯ নভেম্বর বিকেলে মুয়াজ আরিফ তার সাবেক স্ত্রী নীলাকে ঢাকা ক্লাবের বারে নিয়ে তার শ্লীলতাহানি করেন এবং হত্যাচেষ্টা চালান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন