Logo
Logo
×

জাতীয়

সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা আমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা আমান

সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা আমান

চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চাঁদাবাজির অভিযোগে রফিকুল আলম নামে এক ব্যক্তি ২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই মামলা করেন। ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই পর্বে পাঁচ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ আনা হয়েছিল।

এই মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেফতার দেখানো হয়। বিচার শেষে ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। এর বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন