Logo
Logo
×

জাতীয়

মামলায় নাম থাকলেই পাইকারিহারে গ্রেপ্তার নয় : আইজিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পিএম

মামলায় নাম থাকলেই পাইকারিহারে গ্রেপ্তার নয় : আইজিপি

পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। এভাবে পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।

আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

বাহারুল আলম বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।’ 

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন