Logo
Logo
×

জাতীয়

পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে: রিজভী

পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে: রিজভী

ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথানত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে। তারা নানারকম উসকানি দিলেও, বাংলাদেশের মানুষ তাতে পা দেয়নি। ভারত যা বলবে তা শেখ হাসিনার মত কিছু মানুষ শুনলেও তা দেশের কোটি কোটি মানুষ শুনবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে সাম্প্রতিক কথিত পতাকা অবমাননা ইস্যু নিয়ে তিনি বলেন, ভারতের পতাকাকে সম্মান করবো, কিন্তু ওদের পণ্য বর্জন করবো।

খাদ্যশস্য ও বাণিজ্য খাতে দেশকে স্বয়ংসম্পূর্ণ হবার আহ্বান জানিয়ে ভারতের মুখাপেক্ষী না হবার প্রতি গুরুত্বারোপ করেন রিজভী আহমেদ। বলেন, ভারত না দিলে বাংলাদেশিরা আদা-রসুনের চাষ বাড়াবে। তারা বিনা পয়সায় চিকিৎসা দেয়না। এমনকি বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা নিউমার্কেটে ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত বলেও উল্লেখ করেন বিএনপির এ সিনিয়র নেতা। বক্তব্য চলাকালেই নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে দেন তিনি।

এ সময়কে জাতির সঙ্কটকাল অভিহিত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আগ্রাসন ঠেকানোর প্রতি আহ্বান জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন