Logo
Logo
×

জাতীয়

আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

দেশের চলমান নানান ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিতে সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৪টায়। পরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। জাতীয় ঐক্যের প্রয়োজনে সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা।

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দগুলোর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে বলা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে তা পরে জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে গতকাল মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন