Logo
Logo
×

জাতীয়

বিকালে ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

বিকালে ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এসংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য ৪ ডিসেম্বর বিকাল ৩টায় (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সিইসিসহ চার ইসিকে নিয়োগ দেয়া হয়। সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন