Logo
Logo
×

জাতীয়

‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম

‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাম্প্রতিক ঘটনায় ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আগামীকাল ৪ ডিসেম্বর সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরদিন সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

এর আগে মঙ্গলবারই (৩ ডিসেম্বর) ড. ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে শফিকুল আলম বলেছেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে ইন্ডাসট্রিয়াল স্কেলে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। আমরা অনেকাংশে দেখছি যে ইনডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজ করছে।

তিনি বলেন, সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে, তোমরা আসো, দেখো কী হচ্ছে। অ্যাট দ্য সেইম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি। ঐক্যবদ্ধভাবে অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন