Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, যা বললেন মির্জা আব্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, যা বললেন মির্জা আব্বাস

'চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব?': মির্জা আব্বাস

ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম নিয়ে বিতর্কিত একটি কন্টেন্ট প্রচার হয়। যেখানে চট্টগ্রাম যদি ভারতের হয়, তাহলে তারা কী সুবিধা পেতে পারে, তা দেখানো হয়। সেই কন্টেন্টের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব পাইছে?

রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই উপস্থাপককে ‘মলম বিক্রেতা’ বলে ট্রল করেন অনেকে। মির্জা আব্বাসও তাকে ‘মলম বেচেন ওই লোক’ বলে উল্লেখ করেন।

বলেন, প্রতিবেশি দেশ ভাবে আমাদের সোলজার (সৈন্য) কম। কিন্তু একাত্তর সাল দেখেন। সে সময় প্রশিক্ষণ ছাড়াই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই দেশে এখন ২০ কোটি লোক সোলজার বলে উল্লেখ করেন। যদি বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্তের ওপর দিয়ে এ দেশ দখল করতে হবে।

মির্জা আব্বাস বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। বিএনপি এর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। সেইসাথে এই ঘটনাকে ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন