Logo
Logo
×

জাতীয়

মহান বিজয়ের মাস শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

মহান বিজয়ের মাস শুরু

ফাইল ছবি

আজ পহেলা ডিসেম্বর। মহান বিজয়ের মাসের প্রথম দিন। ডিসেম্বর বাঙালির শ্রেষ্ঠ অর্জনের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সশস্র স্বাধীনতাসংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে। 

১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে এ মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালে পহেলা ডিসেম্বরেই শত্রুমুক্ত হয় বাংলাদেশের অনেক অঞ্চল। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ সৃষ্টির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা। বাঙালি অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনার কথা মনে করিয়ে দেয় এই ডিসেম্বর। 

লাখো শহিদ আর মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও শুরু থেকে নানা ঘাত-প্রতিঘাতে এগিয়েছে বাংলাদেশ। জাতীয় জীবনে নানা ঘটনাবলি পার করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় এখনো সবার মুখে মুখে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন