Logo
Logo
×

জাতীয়

সংখ্যালঘুদের নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আইন উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

সংখ্যালঘুদের নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আইন উপদেষ্টা

সংখ্যালঘুদের নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আইন উপদেষ্টা

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। দেশটির নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। দেশটির এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও এই দেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। তাছাড়া, ছাত্র সংগঠন, মাদরাসা ও রাজনৈতিক দলসহদেশের মানুষ দুর্গাপুজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তা আমরা নিজেরাই দেখেছি।

ভয়েস অব আমেরিকার জরিপের কথা উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল ভয়েস অব আমেরিকার প্রকাশিত এক জরিপে এটি দেখা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার ও দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এরপর ভারতের সেই বিবৃতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন