Logo
Logo
×

জাতীয়

উসকানিতে সাড়া না দিয়ে ধৈর্য ধরার আহ্বান আসিফের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

উসকানিতে সাড়া না দিয়ে ধৈর্য ধরার আহ্বান আসিফের

উসকানিতে সাড়া না দিয়ে ধৈর্য ধরার আহ্বান আসিফের

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান রইলো।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন।

এ ময় আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে দুইপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন