পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার খবরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু। বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। দেশের গণমাধ্যম ভুল তথ্য দিলে বাইরের মিডিয়া তার সুযোগ নেয়।
পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়ান ফা ঝং' জাহাজটি গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। সেটিতে ৩২৮ টিইইউএস কনটেইনারে শিল্পের কাঁচামাল ও নানা ভোগ্যপণ্য থাকলেও জাহাজে করে অস্ত্র এসেছে এমন তথ্য ছড়ায় একটি মহল।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে মতবিনিয় সভায় উঠে আসে বন্দরে পাকিস্তানি জাহাজ প্রসঙ্গ।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু।’ পাশের দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে, সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিন সকাল থেকে সেনাবাহিনী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।