মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন-সড়ক অবরোধে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম
মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন-সড়ক অবরোধে
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টার শুরু হওয়া অবরোধ এখনও চলছে।
এতে বনানী থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীরগেইট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে।
এছাড়া কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন ।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন ব্লক করেছে। ওখানে একটা ট্রেন আটকে আছে জানি, কোনটা এখনও শিওর হতে পারিনি। আমাদের কন্ট্রোল রুমে কথা বললাম তারা বলেছেন কোনো ট্রেন এখন ছাড়ছে না।”
দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায় থেকে ঘোষণা না আসা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা এসেছে আন্দোলনকারীদের কাছ থেকে।