Logo
Logo
×

জাতীয়

মাহফুজ আলমের শপথ ভঙ্গের বিষয়ে তীব্র সমালোচনা মাসুদ কামালের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

মাহফুজ আলমের শপথ ভঙ্গের বিষয়ে তীব্র সমালোচনা মাসুদ কামালের

ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদে সর্বশেষ যে তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন তাদের মধ্যে শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে এখন চরম বিতর্ক চলছে। বসির উদ্দিনকে বাণিজ্য এবং মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। 

বসির উদ্দিনের বিরুদ্ধে মূল অভিযোগ তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন। আর মোস্তফা সরওয়ার ফারুকী বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিলেও তিনি আগে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর' ছিলেন। আর তার স্ত্রী তিশা একটি সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। এই দুইজনের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীর ছবিও আছে।

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ফ্যাসিবাদের দোসর বলে চিহ্নিত করে এখানে একটার পর একটা যে ঘটনা ঘটছে আমি এটাকে গণতন্ত্র বলতে পারি না। আওয়ামী লীগ সরকার শেষ সময়ে জামায়াতকে নিষিদ্ধ করে। কিন্তু তার আগে থেকেই তারা জামায়াতকে মিছিল-মিটিং করতে দেয়নি। বলতো তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এখনো কিন্তু সেই একই ন্যারেটিভ চলছে। আমি মনে করি এটা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার জন্য কোনো ইতিবাচক নমুনা নয়। আপনি যদি মনে করেন তারা ফ্যাসিবাদের দোসর, সেটা তো মামলা করে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে সেটা প্রমাণ করেন। তারপরে আদালতের নির্দেশে তাদের কাজ নিষিদ্ধ করেন। তার আগে তো পারেন না।

তার কথা, বাংলাদেশের মিডিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা গণহারে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে। এটা সাংবাদিকদের একটা সরকারি স্বীকৃতি। পেশাদার সকল সাংবাদিকের এটা পাওয়ার অধিকার আছে। আগের সরকার সবাইকে দেয় নাই। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় দিয়েছে। এখন আপনারা সেটা আরো কমিয়ে দিয়েছেন। সারজিস আলম তো আগের সরকারের সময় বঙ্গবন্ধুর স্তুতি গেয়ে আড়াই মিনিটের একটি ভিডিও পোস্ট দিয়েছিলো। তাহলে সেও কি ফ্যাসিবাদের দোসর?'

তিনি আরো বলেন, একজন উপদেষ্টা সংবিধানের অধীনে শপথ নিয়ে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন। এটা তো তার শপথ ভঙ্গ। তিনি তো সংবিধান রক্ষার শপথ নিয়ে তা ভঙ্গ করলেন। কার ছবি থাকবে তা সংবিধানে থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু বঙ্গবন্ধুর ছবি থাকার কথা তো সংবিধানে এখনো আছে। তা তো বাতিল করা হয়নি। আপনি এই সংবিধানের অধীনে শপথ নিলেন কেন? আমি তো মনে করি মাহফুজ আলমের বিচার হওয়া উচিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন