Logo
Logo
×

জাতীয়

দেশ পরিচালনা নীতির কারণে জনগণের ভোগান্তি বাড়ছে : মাহমুদুর রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩১ এএম

দেশ পরিচালনা নীতির কারণে জনগণের ভোগান্তি বাড়ছে : মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রধান কাজ দেশ পরিচালনা ও সংস্কার করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলী দেশ পরিচালনার চেয়ে সংস্কারকে বেশী গুরুত্ব দিচ্ছেন। যা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর হাজীর হাট এলাকায় নীলসাগর গ্রুপের খোলা কাগজের প্রেস পরিদর্শন ও রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান বলেন, শহীদ আবু সাঈদ নিহত হবার পরও যেসব সাংবাদিক টিভি টকশোতে আওয়ামী ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তেলবাজি করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণের দাবিও জানান। উপদেষ্টা নিয়োগেও অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি।

রংপুর সফরের সময় প্রথমে মহানগরীর হাজীর হাটস্থ খোলা কাগজের প্রেস পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে পীরগঞ্জের বাবনপুর গ্রামে পৌঁছেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. এ এসএম আমানুল্লাহও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন