নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহ
কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আব্দুল্লাহ তিন মাস জীবন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল পরপারে পাড়ি জমিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোরের বেনাপোলে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে নানা-নানীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।
র আগে, সকাল সাড়ে ১০টায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে যশোরের বেনাপোলে তার নানা বাড়ির পারিবারিক কবরস্থানে নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। জানাজায় ইমামতি করেন মুফতি মাওলানা সায়্যেদুল বাশার।
তার জানাজায় উপস্থিত ছিলেন শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক (সাবু), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমানসহ আরও অনেকে।