সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, নির্ধারণ করবে সরকার : সেনাসদর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩০ এএম
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে থাকার সময়সীমা অন্তর্বর্তী সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাসদর। বুধবার (১৩ নভেম্বর) 'ইন এইড টু সিভিল পাওয়ার'র আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই মন্তব্য করেন।
তিনি বলেন, সেনাবাহিনী ৬০ দিন ধরে ইন এইড টু সিভিল পাওয়ারে কাজ করবে, এটা সম্ভবত সঠিক না। ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতার কথা বলেছিলাম, সেটার কথা বলা হয়েছে। কতদিন থাকবো সেটা সরকারের সিদ্ধান্ত। বিকজ সেনাবাহিনী ডেপ্লয় (মোতায়েন) হয়েছে সরকারের সিদ্ধান্তে, সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন।
একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে সেনাবাহিনী সচেতন উল্লেখ করে কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, যেকোনো পরিস্থিতিতে যেন এটা হতে না দেই, সেটা আমাদের সর্বোচ্চ লক্ষ্য থাকবে। এছাড়া সেনাবাহিনীর কার্যক্রমের কারণে এই ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিল্পখাতের অস্থিরতা নিয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ৬০০’র বেশি আনরেস্ট হয়েছে। এর মধ্যে অনেক ভায়োলেন্ট ছিল। বিশেষ করে শুরুর দিকের ঘটনাগুলো। (আমাদের) সর্বোচ্চ চেষ্টা রয়েছে যেন এটা ঘটতে না দেই। ঘটনা ঘটছে জানতে পারছেন, আমাদের কার্যক্রমের কারণে কত প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না।
সেনা কর্মকর্তা জানান, পুলিশের থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের পর 'আগের তুলনায় অপরাধের নথিভুক্ত রেকর্ড সংখ্যা কমেছে’। তবে অনেক ফ্যাক্টরের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘আশানুরূপ উন্নতি হয়নি’।
তিনি বলেন, পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষকমতা ফেরত পাচ্ছে, এগুলো হলে - সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরো ভালো হবে।