তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৭ এএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি মুকুল। সেই মামলায় তাকে রিমান্ডে নেয়া হতে পারে।
পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত মুকুল। দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন তিনি। ২০১৪ সাধারণ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় এবং তৃতীয় দফায় এমপি হন ৫৫ বছর বয়সী রাজনীতিবিদ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য মুকুল।