Logo
Logo
×

জাতীয়

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে ১২ দালালকে আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে ১২ দালালকে আটক

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে ১২ দালালকে আটক

দালালদের হয়রানি বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে, ৯ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার ১১ (নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক প্রত্যেকেই আদালতে তাদের দোষ স্বীকার করেন।

সাজা পাওয়া আসামিরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩৭), হাবিবুল্লাহ (২৪), মো. রুবেল (২৯), মো. মনির (৪০), রনি (২৮), হাসিবুর রহমান (২০), মো. জালাল হোসেন (৪৯), মো. হৃদয় (২৪), মো. আল আমিন (৩৬)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেয়ার নাম করে কাগজপত্র ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন