Logo
Logo
×

জাতীয়

সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি

সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি

ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এ তল্লাশি করা হয়।

সরেজমিনে রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় যাত্রিদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে।

এছাড়া গতকাল মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়াতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এসব চেকপোস্টে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অবস্থান করছেন।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন