Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টা হবার প্রস্তাব পেয়েছেন ফারুকী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

উপদেষ্টা হবার প্রস্তাব পেয়েছেন ফারুকী

উপদেষ্টা হবার প্রস্তাব পেয়েছেন ফারুকী

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার নিকটজনের কাছ থেকেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, ব্যবসায়ী শেখ বশির উদ্দিনও উপদেষ্টা হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন