বক্তব্য থেকে তাওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: আল্লামা শাহ বাবুনগরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
যতদিন মাওলানা সাদ তার গোমরাহীর বক্তব্য থেকে তাওবা না করবে এবং তার সেই তাওবা দারুল উলূম দেওবন্দ গ্রহণ না করবে, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী।
সম্মেলনে সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তরা বলেন, যতদিন মাওলানা সাদ তার গোমরাহীর বক্তব্য থেকে তাওবা না করবে এবং তার সেই তাওবা দারুল উলূম দেওবন্দ গ্রহণ না করবে, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। টঙ্গীর বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের অধিনে পরিচালিত হতে হবে। কাকরাইল মারকাজের সকল কার্যক্রম সারা বছর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চালু রাখতে হবে। ব্যক্তি মাওলানা সাদের কারণে ছাত্র-জনতা ও আলেম ওলামাদের কুরবানীর বদৌলতে অর্জিত স্বাধীন এই নতুন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক এবং অন্তবর্তী সরকার বেকায়দায় পড়ুক, আমরা তা চাই না। আমি আশা করি, সার্বিক বিবেচনায় সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।