সোহরাওয়ার্দী উদ্যান
তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম
তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের হাসানের অনুসারীদের মহাসমাবেশে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন আলেম-ওলামা ও সাধারণ জনগণ। সম্মেলনটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে, যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা একাধিক সংবাদ সম্মেলন করে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে হেঁটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে যে যেভাবে পেরেছেন সমাবেশস্থলের দিকে গিয়েছেন। সমাবেশে ঢাকার বাইরে থেকে বিপুল মানুষের আগমনে রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই সৃষ্টি হয়েছে যানজট। ফলে অফিসগামী মানুষজন পড়েন ভোগান্তিতে।
সমাবেশকে কেন্দ্র করে তাবলিগ জামাতের সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকেই বৈঠকে আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেন সাদপন্থিরা। তবে ওই বৈঠকে অংশ নেননি মাওলানা জোবায়ের অনুসারীরা।
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রথম পর্বে ইজতেমা করার পাঁয়তারা করছেন এবং এর মাধ্যমে দাওয়াত ও তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায়, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দীনের দায়িত্বরক্ষা আরো সুসংহতভাবে পরিচালনা করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আজকের মহাসম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
এ সম্মেলনটি ইসলামি মহাসম্মেলনের জন্য আলেম-ওলামা ও জনগণের এক মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে দীনি জিম্মাদারি ও ইসলামী মূল্যবোধের সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।