Logo
Logo
×

জাতীয়

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়া পড়া এমন গুজবকে উদ্ভট কথাবার্তা বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের রক্ষা ও পর্যটনকে সমন্বয় করতে সরকার কাজ করছে। সেন্টমার্টিনে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, এবং ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

উপদেষ্টা আরও বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে হবে। বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং।

এসময়  এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সেন্টমার্টিন ও পর্যটন শিল্প দুটোই রক্ষা করতে চায়।

নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণের সংস্কারের চাহিদা আগে রয়েছে বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনৈতিক দল বা অন্য যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে, তবে সরকার নির্বাচন এবং সংস্কারের কাজ একসঙ্গে করছে। কিছু জায়গায় এখনও ফ্যাসিবাদের বীজ রয়ে গেছে, যারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন