Logo
Logo
×

জাতীয়

কলরেট কমানো ও মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ তথ্য উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

কলরেট কমানো ও মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ তথ্য উপদেষ্টার

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

দেশের বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলোকে কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (৩ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে মোবাইল ফোন অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার জনসমর্থিত তাই দেশ ও দেশের মানুষের উপকার হয়- এমন যেকোনো কাজ করতে আমরা আগ্রহী।

টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা প্রদানে কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহবান জানান উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন