Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কো‌টি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০১:১২ এএম

আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কো‌টি টাকা

আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কো‌টি টাকা

বিদেশি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের ম‌ধ্যে বছরে ৯ বিলিয়ন ডলার আমদানি রপ্তানি মাধ্যমে চলে গেছে।

আওয়ামী লীগ আম‌লে পাচার করা অ‌র্থের প‌রিমাণ দাঁড়ি‌য়ে‌ছে ২৮ লাখ কো‌টি টাকা। শনিবার (২ নভেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানা‌নো হয়। 

ইআরএফ ও সম্ভাবনার বাংলাদেশ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থি ছি‌লেন আন্তর্জা‌তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অনুষ্ঠা‌নে গ্রিনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

অনুষ্ঠা‌নে বক্তারা জানান, বাংলাদেশ থেকে মোট কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য নেই। ত‌বে ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে ১৭ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের কথা জানা যায়। তারা ব‌লেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুর্নীতি ও অর্থ পাচারে সহায়ক হিসেবে কাজ করেছে। দেশের ব্যাংক খাতকে যে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে, তার পেছনে মূল দায়ী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার ও ঢেলে সাজানো ছাড়া বিকল্প নেই।

ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার বলয় প্রতিষ্ঠা ও বিভিন্ন প্রতিষ্ঠান দখলের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার করা হয়েছে। যেখা‌নে রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসায়ী সবাই সহায়তা ক‌রে‌ছে। বিভিন্ন ঘটনার ভিত্তিতে ধারণা করা যায়, বাংলাদেশ থেকে প্রতিবছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মাধ্যমে এ অর্থগুলো পাচার হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন