ট্রাফিক বিভাগের অভিযানে ২৫২৭ মামলায় জরিমানা ৯৩ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫২৭টি মামলায় প্রায় ৯৩ লাখ টাকা জরিমানা ও ১৬৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি ট্রাফিক বিভাগ গত শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার একযোগে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
শনিবার (২ নভেম্বর) ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ডিএমপির সবগুলো ট্রাফিক বিভাগ। ট্রাফিক পক্ষও চলছে। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ও আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।
যার অংশ হিসেবে গত শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাফিক আইনে ২ হাজার ৫২৭টি মামলায় ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও দুদিনে অভিযানকালে ১৬৬টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।