পাহাড়ে ডিবির হেলিকপ্টার অভিযানে এমপি আনার হত্যার আরো দুই আসামি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৫:২৩ পিএম
পাহাড়ে ডিবির হেলিকপ্টার অভিযানে এমপি আনার হত্যার আরো দুই আসামি গ্রেপ্তার
এমপি আনার হত্যার আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবার পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরা হয়েছে। হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হচ্ছে।
বুধবার (২৬ জুন) খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) একাধিক টিম। তাতে নেতৃত্ব দেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
একপর্যায়ে সফল হন তারা। আনার হত্যার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে সক্ষম হয় ডিবি টিম।
এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যে খবর আসে ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ে অবস্থান করছেন। তাদের স্থান নিশ্চিত করা হয়েছে। যেকোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন।
ডিবি জানায়, গত ২ মে কলকাতায় যান মোস্তাফিজুর ও ফয়সাল। ১৯ মে দেশে ফিরেন তারা। তাদের হন্য হয়ে খুঁজছিল ডিবি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। এমপি আনার খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়।
আনার হত্যায় অন্যতম অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তিনটি ফোন উদ্ধারে ঝিনাইদহে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। গোয়েন্দাদের ধারণা, ফোনগুলো উদ্ধার করা গেলে চাঞ্চল্যকর আনার হত্যা রহস্যের অনেক তথ্যাদি মিলবে।