Logo
Logo
×

জাতীয়

‘বেইমান’ আখ্যা দিয়ে জাপাকে নিশ্চিহ্নের ডাক সমন্বয়ক হাসনাতের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫০ পিএম

‘বেইমান’ আখ্যা দিয়ে জাপাকে নিশ্চিহ্নের ডাক সমন্বয়ক হাসনাতের

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থীকে পেটান এবং ধাওয়া দেন পার্টির নেতাকর্মীরা। এর পরই আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, 'উচ্ছৃঙ্খল জনতা' সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতিতে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, সেনাবাহিনীর সহায়তা সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।

জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যা সাতটায় এক ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' বলে উল্লেখ করে তাদের উৎখাতের কথা বলেন।

তিনি লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

কিছুক্ষণ পর আরেক ফেসবুক পোস্টে 'জাতীয় বেইমানদের' নিশ্চিহ্ন করার ডাক দেন তিনি। তিনি লেখেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন