Logo
Logo
×

জাতীয়

আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জয়পুরহাট জেলায় পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে, রাজশাহী জেলায় চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে, রাজবাড়ী জেলায় নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে, সিরাজগঞ্জ জেলায় সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও কুষ্টিয়া জেলায় অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে, দিনাজপুর জেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে, শরীয়তপুর জেলায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে এবং নাটোর জেলায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মিজ আসমা শাহীনকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন