Logo
Logo
×

জাতীয়

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটি করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান করা হচ্ছে। আর সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক এ দুজন বিচারপতির নাম মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। হয়তো প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।

সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। জানান, এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে। ভুয়া নির্বাচন নয়; অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন