Logo
Logo
×

জাতীয়

রানা প্লাজা ধস

ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পিএম

ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত

ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত রেখে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।

সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত ২ অক্টোবর এ হত্যা মামলায় রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

এর একদিন আগে ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোহেল রানাকে রুলসহ ৬ মাসের জামিন দেয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন আরও অন্তত এক হাজার।

ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর থেকে তিনি কারাগারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন