Logo
Logo
×

জাতীয়

সাবেক দুই সিনিয়র সচিব রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

সাবেক দুই সিনিয়র সচিব রিমান্ডে

ছবি: সংগৃহীত

পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ হেলালুদ্দীনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে হেলালুদ্দীনকে ৪ দিনের এবং মোস্তফা কামালকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

হেলালুদ্দীন আহমদকে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের সদস্যরা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কর্মীদের ওপর হামলা চালায়, যার ফলে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মোস্তফা কামাল উদ্দীনকে গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়, কিন্তু আদালত জামিন নাকচ করে ৩ দিনের রিমান্ডে পাঠান।

হেলালুদ্দীন আহমদ ২০১৯ সালে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন এবং পরে ২০২০ সালে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। মোস্তফা কামাল উদ্দীনকেও বেশ কয়েকটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন